ছোটনের অপেক্ষায় বাফুফে

গতকাল থেকেই উত্তপ্ত নারী ফুটবলাঙ্গন। এমন পরিস্থিতির মধ্যেই আজ দুপুরের দিকে বাফুফে ভবনে আসেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এরপর পড়ন্ত বিকেলে আসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এই দুইজন নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিরণ। সূত্র : ঢাকাপোস্ট.কম

ছোটন বাফুফে ছাড়তে চাইলেও কিরণের আশাবাদ তিনি আবার কাজে ফিরবেন, ‘আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আশা করি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে আবার কোচিংয়ে ফিরবেন।’ বাফুফে ছাড়ার জন্য ক্লান্তিকে সামনে এনেছেন ছোটন। সাবিনাদের কোচের ক্লান্তি সম্পর্কে কিরণের মন্তব্য, ‘ছোটন ভাইকে বলেছি, আপনি কয়েকদিন বিশ্রাম নিয়ে ১ জুন থেকে আবার কোচিং শুরু করেন।’

পলের সঙ্গে ছোটনের ব্যক্তিত্বের সংঘাতের বিষয়টি ফুটবলাঙ্গনে ওপেন সিক্রেট। দুই জনের বেতন বৈষম্য, কর্ম স্বাধীনতা নানা বিষয়ে সংকট রয়েছে। এ প্রসঙ্গে কিরণ বলেন,‌ ‘ছোটন ভাই অর্থ বা অন্য কোনো বিষয় আমাদেরকে বলেননি। তিনি কাজ করতে চান না এটুকুই বলছেন শুধু।’

কিরণের সঙ্গে দুপুরে কথা বলার পরেও ছোটন জানিয়েছেন যে তার সিদ্ধান্তে তিনি অনড়। তবে এরপরও আশা ছাড়ছেন না কিরণ, ‘কয়েক দিন সময় দেন। আমার বিশ্বাস তাকে আবার কোচিংয়ে আনতে পারব।’ কিরণ ছোটনের সঙ্গে আলোচনা করলেও সভাপতি কাজী সালাউদ্দিন এখনো ছোটন প্রসঙ্গে কিছু বলেননি। যদিও পল স্মলিকে ফেরাতে মরিয়া ছিলেন সভাপতি।

ছোটন বাফুফে ছাড়তে চাইছেন অন্য দিকে সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য সিরাত জাহান স্বপ্না ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সেপ্টেম্বরে সাফ খেলে আসার পর আট মাস হয়ে গেলেও আর কোনো ম্যাচ খেলতে পারেননি তারা। এজন্য চরম হতাশ ফুটবলাররা। সেই হতাশা দূর করার একটা সংবাদ দিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান, ‘মঙ্গোলিয়া জুলাইয়ে বাংলাদেশে এসে খেলতে সম্মত হয়েছে। দু’টি ম্যাচ খেলব আমরা মঙ্গোলিয়ার সঙ্গে।’

অনেক নারী ফুটবলারের ভারতের লিগে খেলার প্রস্তাব ছিল। নারী ফ্রাঞ্চাইজি লিগের জন্য তারা খেলতে যাননি। সেই ফ্রাঞ্চাইজি লিগ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সেই লিগ সম্পর্কে কিরণ বলেন, ‘লিগের দলগুলো কারা এটি ফাহাদ ভাই (কে স্পোর্টসের কর্ণধার) বলতে পারবেন। লিগ অনুষ্ঠিত হবে এটুকু বলতে পারি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent