মোহামেডান-আবাহনীর কেউ জিতেনি

মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে কুমিল্লায় মুখোমুখি হবে দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনী। ফেডারেশন কাপে ১৪ বছর এবং ঘরোয়া ফুটবলে ১২ বছর পর কোনো ফাইনালে মুখোমুখি হচ্ছে দেশের ঐতিহ্যবাহী এই দুই ক্লাব।

ফাইনালের আগে আজ (শুক্রবার) কুমিল্লাতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাদা-কালো ও আকাশি-নীলরা। সে লড়াইয়ে কেউ জেতেনি। ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

মোহামেডান গোল দিয়ে লিড নিলেও ধরে রাখতে পারেনি। শেষ দিকে গোল শোধ করে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হার এড়িয়েছে আবাহনী।

বিরতির একটু আগে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ৮২ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল মোহামেডান। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আবাহনীর কলিন্দ্রেস।

ড্রয়ের পর ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। আর একটি ম্যাচ জিতলে তাদের রানার্সআপ হওয়া নিশ্চিত হবে। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৩।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent