সাফে কঠিন গ্রুপে বাংলাদেশ

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের
প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল লেবানন, সাবেক চ্যাম্পিয়ন মালদ্বীপ ও ভুটান। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান।

আজ আজ দুপুরে ভারতের দিল্লিতে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়। ৮ দলের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষ দুই দল ভারত ও লেবাননকে দুই গ্রুপে রেখে লটারির মাধ্যমে বাকি দলগুলোকে নেয়া হয়।

বাংলাদেশ ও পাকিস্তান ছিল চার নম্বর পটে। এক নম্বর পটে ছিল ভারত ও লেবানন, ২ নম্বর পটে কুয়েত ও মালদ্বীপ এবং তিন নম্বর পটে নেপাল ও ভুটান।

গ্রুপিং
‌’এ’ গ্রুপ : ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান।
‘বি’ গ্রুপ : লেবানন, মালদ্বীপ, ভুটান ও বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচগুলো
২২ জুন: বাংলাদেশ-লেবানন
২৫ জুন: বাংলাদেশ-মালদ্বীপ
২৮ জুন: বাংলাদেশ-ভুটান

Rent for add

সর্বশেষ নিউজ

for rent