আরো পিছিয়ে পড়লো আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগটা ভালো কাটছে না সবচেয়ে বেশি ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর। চার রাউন্ড শেষেই চার পয়েন্টে পিছিয়ে পড়েছে তাদের প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংসের চেয়ে।

চার ম্যাচে দ্বিতীয় ড্র করেছে আকাশি-নীলরা। শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আবাহনী গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে।

নবাগত ফর্টিস ফুটবল ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগ শুরু করেছিল আবাহনী। পরের দুই ম্যাচে রহমতগঞ্জকে ২-১ ও মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল। তবে চতুর্থ ম্যাচে আবার ড্র কওে চার ম্যাচে চার পয়েন্ট হারালো তারা।

চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে আবাহনী আছে টেবিলের তৃতীয় স্থানে। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে যেখানে শীর্ষে বসুন্ধরা কিংস। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পুলিশ ষষ্ঠ স্থানে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন দলের কলোম্বিয়ান ফরোয়ার্ড ভ্যালেন্সিয়া ৭৮ মিনিটে।

চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম স্থানে রহমতগঞ্জ। এ নিয়ে তিন ম্যাচের সবক’টিই হারলো আজমপুর ফুটবল ক্লাব।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent