ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত

এগিয়ে চলছে মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। এই টুর্নামেন্ট শেষে ৯ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগ শুরুর ১১ দিন ২০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। এবার ফেডারেশন কাপ হবে লিগের মধ্যেই।

ফেডারেশন কাপে অংশ নেবে প্রিমিয়ার লিগের ১১ দল। শুক্রবার এই ১১ দলের গ্রুপিং অনুষ্ঠিত হলো বাফুফে ভবনে। দলগুলো অংশ নেবে ৩ গ্রুপে ভাগ হয়ে। লিগ ভিত্তিক খেলা শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে সেরা দুইটি তৃতীয় দল অংশ নেবে কোয়ার্টার ফাইনালে।

স্বাধীনতা কাপের মতো ফেডারেশন কাপের খেলাও হবে তিন ভেন্যু গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লায়। লিগ হবে ৬ ভেন্যুতে। এই তিনটির সঙ্গে যোগ হবে বসুন্ধরা কিংস এরেনা, ময়মনসিংহ ও সিলেট-চট্টগ্রামের একটি

ফেডারেশন কাপের গ্রুপিং
‌’এ’ গ্রুপ : মোহামেডান, শেখ জামাল, রহমতগঞ্জ ও আজমপুর ফুটবল ক্লাব উত্তরা।
‘বি’ গ্রুপ : বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা ও ফর্টিস ফুটবল ক্লাব।
‘সি’ গ্রুপ : আবাহনী, শেখ রাসেল ও পুলিশ এফসি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent