বিশ্বকাপ ঝুঁকিতে পোলিশ গোলরক্ষক ড্রাগোভস্কির

ভেরোনার বিপক্ষে রোববার সিরি-আ লিগের ম্যাচে স্পেজিয়ার হয়ে খেলতে গিয়ে গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন পোল্যান্ডের গোলরক্ষক বার্তোলমেই ড্রাগোভস্কি। এর ফলে তার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কাতারের বিশ্বকাপ দলে ইতোমধ্যেই ডাক পেয়েছেন ড্রাগোভস্কি। কিন্তু বিরতির তিন মিনিট আগে স্তাদিও বেনটেগোদি মাঠ ছাড়ার সময় তাকে কাঁদতে দেখা গেছে। ভেরোনা স্ট্রাইকার কেভিন লাসানগাকে ট্যাকল করতে গিয়ে ড্রাগোভস্কি ইনজুরিতে পড়েন। ইতালিয়ান গণমাধ্যমের দাবী ২৫ বছর বয়সী এই গোলরক্ষকের ডান গোঁড়ালির হাড়ে চিড় ধরেছে।

এ পর্যন্ত পোল্যান্ডের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ড্রাগোভস্কি। পোল্যান্ডের বিশ্বকাপ দলে প্রথম পছন্দের গোলরক্ষক ওজিজে সিজিসনি ও লুকাস স্কোরুপস্কির পরে এখন তৃতীয় গোলরক্ষক হিসেবে তার দলে থাকাও কঠিন হয়ে পড়লো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent