কাল নেপালকে হারালেই বাংলাদেশ চ্যাম্পিয়ন

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারাতে পারলেই স্বাগতিক বাংলাদেশ চ্যাম্পিয়ন। তবে এ ম্যাচে নুন্যতম ড্র করতে পারলে শিরোপা যাবে হিমালয়কন্যার দেশে।

শিরোপা জিততে হলে এ ম্যাচে বাংলাদেশের জয় দরকার, অন্যদিকে নেপালের প্রয়োজন ড্র- এরকম সমীকরণ নিয়েই আগামীকাল শুক্রবার কমলাপুরের বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে।

বর্তমানে পয়েন্ট টেবিলে ৩ ম্যাচ শেষে নেপাল ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। ভুটান অবশ্য ৪ ম্যাচে কোন পয়েন্টের মুখ দেখেনি।

যদি বাংলাদেশ ও নেপালের ম্যাচ ড্র হয় তাহলে ১০ পয়েন্ট নিয়ে নেপাল চ্যাম্পিয়ন হবে। আর বাংলাদেশ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান ৯ পয়েন্ট। সেক্ষেত্রে গোল গড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে।

উল্লেখ্য ৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ প্রথম ম্যাচে ৮-০ গোলে ও ফিরতি ম্যাচে ৯-০ গোলে ভুটানকে পরাজিত করে। তবে নেপালর কাছে ১-০ গোলে হেরেছে। অন্যদিকে নেপাল তিন ম্যাচেই জিতেছে। প্রথম ম্যাচে ভুটানকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে এবং ফিরতি ম্যাচে ভুটানকে ১-০ গোলে পরাজিত করে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent