সাবিনাদের পয়মন্ত ভেন্যু দশরথে জামালদের পরীক্ষা মঙ্গলবার

নারী ফুটবল দলের সাফ জয়ের আনন্দের রেশ এখনো শেষ হয়নি। মেয়ে ফুটবলারদের বন্দনা চলছে চারদিকে। এরই মধ্যে সেই নেপালে পৌঁছে গেছে পুরুষ ফুটবল দল। সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

ওই মাঠে নেপালের মেয়েদের হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পুরুষ ফুটবল দল পারবে কি নারীদের মতো নেপালকে হারাতে। জামাল ভূঁইয়াদের জন্য সেটা এখন বাড়তি চাপ।

এর আগে বাংলাদেশ পুরুষ ফুটবল দল ২২ সেপ্টেম্বর নমপেনে কম্বোডিয়াকে হারিয়েছে ১-০ গোলে। ওই ম্যাচ জিতে পরের দিন জামাল ভূঁইয়ারা চলে গেছেন নেপালে। শুক্রবার নেপাল সময় রাত পৌনে ১০ টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডু পৌঁছেছে।

শনিবার বিকেলে কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা কাঠমান্ডুতে তার শিষ্যদের প্রথম অনুশীলনও করিয়েছে। বাংলাদেশ ও নেপালের এটি হবে ২৪তম মোকাবিলা। আগের ২৩ বারের মুখোমুখেতে বাংলাদেশ জিতেছে ১৩ বার, নেপাল জিতেছে ৭ বার এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent