সাফ ইতিহাসে নতুন গল্প লেখা হবে : কুমার থাপা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ স্বাগতিক নেপাল ও বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। এ ম্যাচের আগেরদিন নেপালের কোচ কুমার থাপা বলেছেন, নতুন একটি ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাই আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমরা ভাল ফুটবল খেলে সেই গল্প লিখতে চাই।

সেমিফাইনালে ভারতকে বিদায় করে স্বাগতিক কোচ উচ্ছাস নিয়ে বলেন, ‘আমাদের সুযোগ ৯০ মিনিট। আমরা স্বাগতিক। কাপ এখানেই আছে। এখানেই রেখে দিতে চাই। দুই বছর এখানে ট্রফি এসেছে। আমি খুশি মেয়েদের সেমিফাইনালের খেলা দেখে। আমরা সর্বশক্তি দিয়ে ট্রফি রাখতে চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘ইতিহাস লেখা হয় তা ভাঙ্গার জন্যই। বয়সভিত্তিক খেলায় নেপাল হারলেও জাতীয় দলের খেলায় কিন্তু হেরেছে বাংলাদেশ। অবশ্য পেছনের কথা মনে করতে চাই না। দুদলই সেরা দল। খেলবেও সেরকম।

ইমোশন ইজ হায়ার দেন প্রেশার। নেপালের জনগণ ফুটবল নিয়ে খায়, ঘুমায়। তাদের উপস্থিতিতে ইমোশন কিংবা প্রেশার কাজ করবে না। তারা ভাল ফুটবল দেখবে আমাদের কাছ থেকে।”

কুমার বলেন, ‘সম্পর্ক বন্ধুত্বের হতে পারে। ময়দানী খেলায় বন্ধুত্ব নেই। এখানে থাকে জেতার প্রতিদ্বন্দ্বিতা। আমরা সেটাই করবো।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent