শিরোপা জয়ের পরেই উৎসব করতে চায় বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর পরও দলের মধ্যে বাড়তি কোন উচ্ছাস ছিল না। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৮-০ গোলে জয় নিয়ে মাঠেই যা আনন্দ করেছে মেয়েরা। তবে ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়েই শিরোপা জয়ের উৎসব করতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনাল নিশ্চিত করা। মেয়েরা সেই আশা পূরন করেছে। এখন শিরোপা জেতার লক্ষ্য। সেটা হলেই সেলিব্রেশন করব।

সাফ নারী ফুটবলে বাংলাদেশ এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলতে যাচ্ছে। সবশেষ ২০১৬ সালে ফাইনালে খেলেছিল।

এক প্রশ্নে ছোটন বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন ভাল কিছু করতে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ২০১৬ অক্টোবরে এই ক্যাম্প শুরু হয়। যার সফল এখন আমরা পেতে শুরু করেছি।

অধিনায়ক সাবিনা খাতুন জানান, আমরা কিন্তু ভারতকে হারানোর পরও কোন উৎসব করিনি। এমন কি সেমিফাইনালে উঠার পরও নয়। আমাদের লক্ষ্য এখন শিরোপা জয়। আমরা শিরোপা জয় করার পরেই উৎসবে মেতে উঠতে চাই।

উল্লেখ্য আগামী ১৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় শিরোপা জয়ের লক্ষে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল মোকাবেলা করবে।

 

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent