দশরথ রঙ্গশালা যেন এক টুকরো বাংলাদেশ

সাফ নারী ফুটবলে বাংলাদেশ-ভারতের ম্যাচকে ঘিরে দশরথ রঙ্গশালা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল। মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুর এই স্টেডিয়ামে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী দর্শক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন।

এমন কি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও ম্যাচটি দেখতে দশরথ রঙ্গশালায় ছুটে আসেন।

বাংলাদেশী দর্শকরা গ্যালারিতে জাতীয় পতাকা নেড়ে সারাক্ষণই খেলোয়াড়দের উৎসাহ যুগিয়েছেন। অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন। এদিন মাঠে উপস্থিত সবাই ভারতের বিপক্ষে ৩-০ গোলের বাংলাদেশের ঐতিহাসিক জয়ের স্বাক্ষী হয়েছেন।

উল্লেখ্য আগামী ১৬ জুন সাফ নারী ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ ও ভুটান এবং ভারত ও নেপাল পরস্পরের মোকাবেলা করবে।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent