নেইমার-এমবাপ্পে সম্পর্কটা মোটেই ভাল নয়

পিএসজির হয়ে লিগ ওয়ানের নতুন মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ও নেইমার একে অপরকে যেন ছাড়িয়ে যাবার প্রতিযেগিতায় লিপ্ত হয়েছে। দলের এই দুই তারকার মধ্যে সম্প্রতি কিছু বিতর্কিত ঘটনায় অনেকেই কাছেই মনে হতে পারে সতীর্থ হিসেবে তাদের মধ্যে হয়তো সম্পর্কটা মোটেই ভাল নয়। এমনকি পেনাল্টি মারার ঘটনা নিয়েও দুজনের মধ্যে বিরোধ হতে দেখা গেছে। কিন্তু সব আলোচনাকে পিছনে ফেলে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে স্বীকার করেছেন নেইমারের সাথে তার যথেষ্ঠ সুসম্পর্ক রয়েছে।

লিগ ওয়ানে গত মাসে মন্টিপিলিয়ারের সাথে ম্যাচে পেনাল্টি মারার ঘটনা নিয়ে নেইমার ও এমবাপ্পে মাঠের মধ্যেই একে অন্যের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। এর আগে ম্যাচের শুরুতে এমবাপ্পে একটি পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন। পরবর্তীতে নেইমার স্পট কিক থেকে গোল করেন। ম্যাচটিতে পিএসজি ৫-২ গোলে জয়লাভ করে। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে এমবাপ্পে সামাজিক যোগযোগ মাধ্যমেও মন্তব্য করেছেন।

এক সংবাদ সম্মেলনে সোমবার এমবাপ্পে বলেছেন, ‘আমাদের সম্পর্কটা সবসময় এরকমই থাকে। এক সময় মনে হতে পারে সম্পর্ক বেশ শীতল, আবার কিছুক্ষণের মধ্যেই তা ঠিক হয়ে যায়। কখনো কখনো তো আমরা একে অপরের ঘনিষ্ট বন্ধুও হয়ে উঠি। আবার এমনও হয় একে অন্যের সাথে কথাই বলিনা। কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে সবসময়ই একটা শ্রদ্ধাবোধ কাজ করে। বৈচিত্রপূর্ণ চরিত্রের দুজন খেলোয়াড় এক দলে থাকলে এমনটা হওয়াই স্বাভাবিক। কিন্তু আমরা সবসময়ই একে অপরকে সম্মান করি এবং আমাদের হৃদয়ে পিএসজির প্রতি টান রয়েছে।’

ঘরোয়া মৌসুমে এবার দুজনেই এ পর্যন্ত সাতটি করে গোল করেছেন। পিএসজির ফরোয়ার্ড লাইনের আরেক ভরসা লিওনেল মেসি এর মধ্যে ছয়টি গোলে এসিস্ট করেছেন। ছয় লিগ ম্যাচে পিএসজি এ পর্যন্ত করেছে মোট ২৪টি গোল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent