শ্রীলঙ্কায় পৌঁছুলো অনূর্ধ্ব-১৭ ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল ২ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীলঙ্কায় পৌঁছেছে।

বর্তমানে দলটি কলম্বোর তাজ সমূদ্র হোটেলে অবস্থান করছেন। বাফুফে সূত্র জানিয়েছে দলের খেলোয়াড় ও কর্মকর্তা সবাই নিরাপদ ও সুস্থ আছেন।

উল্লেখ্য আগামী ৫-১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দু’টি গ্রুপে মোট ৬টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলঙ্কা এবং ‘বি’ রয়েছে ভারত, নেপাল ও ভুটান।

গ্রপ পর্বে বাংলাদেশ ৫ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কা ও ৭ সেপ্টেম্বর মালদ্বীপের মোকাবেলা করবে। এরপর ১২ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ১৪ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent