শিরোপা রক্ষার মিশনে এসি মিলান

সিরি এ লিগে শিরোপা রক্ষার মিশনে এখনো অপরাজিত রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। দলটি ২-০ গোলে হারিয়েছে বোলনিয়াকে। এদিকে টামি আব্রাহামের গোলে জুভেন্টাসের কাছ থেকে একটি পয়েন্ট কেড়ে নিয়েছে রোমা। খেলাটি ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস ও রোমা।

সানসিরো স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের দুই অর্ধে দুই গোল করে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে রাফায়েল লিয় ও অলিভার গিরুদ। ফলে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ক্লাবটি। এই জয়ের মাধ্যমে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের হারের সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগাতে সক্ষম হলো স্টেফানো পিউলির শিষ্যরা। গত শুক্রবার রাতে ল্যাৎসিওর কাছে পরাজিত হয়েছে ইন্টার। ফলে তাদের চেয়ে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল এসি মিলান।

খেলা শেষে স্কাই ইতালিয়াকে পিউলি বলেন,‘আমরা আগের তুলনায় অনেক বেশি মনোযোগী এবং আত্মবিশ্বাসী। আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবভিত্তিক অঙ্গীকার নিয়ে খেলছি এবং আক্রমণের পাশাপাশি নিজেদের রক্ষা করে চলেছি। এই পারফরম্যান্সে আমি খুশি, তবে এটাও জানি যে আরো ভালো করার সুযোগ আছে।’

আসরে এ পর্যন্ত যে চারটি দল ৭ পয়েন্ট সংগ্রহ করেছে তাদের একটি হচ্ছে মিলান। আরেক ম্যাচে সিরি এ লিগে উন্নীত হওয়া ক্রেমোনেসের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া তুরিনোসহ ওই তালিকায় আছে রোমা ও ল্যাৎসিও।

৬০ হাজার দর্শকের সামনে মৌসুমের প্রথম গোলটি দিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন লিয়। ম্যাচের ২১তম মিনিটে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সি এই পুর্তগাল উইঙ্গার। বিরতিতে যাবার আগেই অবশ্য ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হতছাড়া করেছেন তিনি।
বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৫৮ মিনিটে অসাধারণ এক ভলিতে গোল করে দলকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন ফরাসি আন্তর্জাতিক গিরুদ।

সিরি এ লিগের অন্য ম্যাচে ২-২ গোলে ড্র করেছে স্পেজিয়া ও সাসুলো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent