স্বাধীনতা ক্রীড়া সংঘকে সহজেই হারালো আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাটা ঝুলে আছে বসুন্ধরা কিংসের দিকে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে তাদের শেষ তিন ম্যাচ থেকে দরকার ৩ পয়েন্ট। অন্য হিসেবে ওই তিন পয়েন্ট না হলেও চলতো তাদের। যদি বৃহস্পতিবার আবাহনী হেরে যেতো স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে।

আবাহনী হারেনি। প্রথম পর্বে ১-১ গোলে ড্র করা স্বাধীনতা ক্রীড়া সংঘকে ফিরতি ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা। আবাহনীর এ জয়ে অপেক্ষা বাড়লো বসুন্ধরা কিংসের। ১৮ জুলাই পরের ম্যাচ সাইফের বিপক্ষে জিতলেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে যাবে অস্কার ব্রুজনের দল।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী দাপটের সঙ্গে খেলেই জিতেছে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করেছে আকাশী-নীলরা। ২০ মিনিটে রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে এগিয়ে যায় আবাহনী। চার মিনিট পর রাকিবের পাস ধরে ব্রাজিলের ডরিয়েলটন দারুণ এক গোল করে আবাহনীকে এনে দিন ২-০ গোলের লিড।

বিরতির বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে আচমকা গোল করে স্বাধীনতা ক্রীড়া সংঘ। জাপানি মিডফিল্ডার ইয়োতা সুজুকির গোলে ব্যবধান ১-২ করলেও ম্যাচে ফেরার মতো অবস্থা কখনোই তৈরি করতে পারেনি লিগের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসকে হারানো দলটি।

৫৭ মিনিটে ডরিয়েলটন নিজের দ্বিতীয় ও ৮০ মিনিটে রাফায়েল আগস্ত গোল করলে সহজ জয় নিশ্চিত হয় আবাহনীর। লিগে আবাহনীর এটি ১২ নম্বও জয়। এ জয়ে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। এ জয়টা আবাহনীকে কাগজ-কলমে শিরোপা লড়াইয়ে টিকিয়ে রাখলো। আবাহনী চ্যাম্পিয়ন হবে যদি বাকি ৩ ম্যাচ জিতে এবং কিংস বাকি তিন ম্যাচ হারে। কিংসের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৮।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent