পাইওনিয়ার ফুটবল লিগের ফাইনাল শুক্রবার

শেষ হয়ে আসছে ঘরোয়া ফুটবলের ২০২১-২২ মৌসুম। এরই মধ্যে শেষ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ও জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার শেষ হয়ে যাচ্ছে পাইওনিয়ার (অনূর্ধ্ব-১৫) লিগ। এরপর চলমান থাকবে কেবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তাও শেষের পথে। এরই মধ্যে ১৮ রাউন্ডের খেলা শেষ।

ফুটবলের বিভিন্ন আসরের ফাইনাল ঘিরে একটা জমজমাট ভাব ছিল কয়েকদিন ধরে। তারই ধারাবাহিকতায় শুক্রবার পর্দা নামবে পাইওনিয়ার ফুটবল লিগের। বসুন্ধরা কিংস এরেনায় বরিশাল ফুটবল অ্যাকাডেমি ও জারা গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

ফাইনাল উপলক্ষে বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়ক চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। বরিশাল ফুটবল অ্যাকাডেমির সহ অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘আমরা অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি। আমরা এখন চ্যাম্পিয়ন হতে চাই।’

জারা গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাবের অধিনায়ক আবু শাহরিয়ার সিফাত বলেছেন, ‘আমরা অনেক দিন ধরে এই টুর্নামেন্টের জন্য অনুশীলন করেছি। আমাদের সব খেলোয়াড়ই একই জায়গার। আমাদের মধ্যে মাঠে ভালো বোঝাপড়া আছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস আমাদের আছে।’

পাইওনিয়ার ফুটবল লিগ থেকে প্রায় ১০০ জন প্রতিভাবান কিশোরকে বাছাই করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান মহিদুর রহমান মিরাজ।

এক দিন আগে শেষ হওয়া স্কুল ফুটবল থেকেও ৭০-৮০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। বাছাই করা প্রতিভাবান ফুটবলারদের ট্রায়াল নিয়ে বাফুফের এলিট একাডেমির জন্য নির্বাচন করা হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent