দেখে নিন ২০২৬ বিশ্বকাপ কোন কোন শহরে

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। ৩ দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হবে ২০২৬ বিশ্বকাপ। তিন দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
শহরগুলোর নাম এক ঝলকে দেখে নেওয়া যাক—

যুক্তরাষ্ট্র
আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম)
বোস্টন (জিলেট স্টেডিয়াম)
ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)
হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)
কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম)
লস অ্যাঞ্জেলস (সোফি স্টেডিয়াম)
নিউইয়র্ক/ নিউজার্সি (মেটলাইফ স্টেডিয়াম)
মায়ামি (হার্ড রক স্টেডিয়াম)
ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম)
সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম)
সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)

মেক্সিকো
গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন)
মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা)
মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)

কানাডা
টরন্টো (বিএমও ফিল্ড)
ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)

Rent for add

সর্বশেষ নিউজ

for rent