শনিবার মাদারীপুরে শুরু জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

আঞ্চলিক পর্বের খেলা শেষ হয়েছিল আগেই। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান হচ্ছে শনিবার থেকেই। ওই দিন মাঠে গড়াবে ১০ দলের চূড়ান্ত পর্ব।

জাতীয় চ্যাম্পিয়নশিপের দেশসেরা কোন চার দল, তা খুঁজে নেবে মাদারীপুরের আচমত আলী খান স্টেডিয়াম। এখানেই বসছে চূড়ান্ত পর্ব। ১৮ জুন শুরু হয়ে ২৮ জুন শেষ হবে চার সেমিফাইনালিস্ট খোঁজা।

সেমিফাইনাল ও ফাইনাল-এই তিন ম্যাচ হবে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

শুক্রবার বিকেলে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ জানিয়েছেন, ঢাকায় সেমিফাইনাল দুটি হবে ১ জুন এবং ফাইনাল ৪ জুন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা। মাদারীপুরে শনিবার উদ্বোধনী ম্যাচে বেলা দেড়টায় মুখোমুখি হবে চট্টগ্রাম ও কুষ্টিয়া।

চূড়ান্ত পর্বের দলগুলো হচ্ছে
‘ক’ গ্রুপ : সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া ও বাংলাদেশ সেনাবাহিনী।
‘খ’ গ্রুপ : মাগুরা, ময়মনসিংহ, বরিশাল, গাইবান্ধা ও বাংলাদেশ নৌবাহিনী।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent