উয়েফার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে রাশিয়ান চার ক্লাব

জেনিথ সেইন্ট পিটাসবার্গসহ চারটি রাশিয়ান ফুটবল ক্লাব ইউরোপীয়ান আসর থেকে নিষেধাজ্ঞার ব্যাপারে উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।

ইউক্রেনের রাশিয়ান আগ্রাসনের কারণে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ২০২২-২৩ মৌসুমে ইউরোপীয়ান কোন ক্লাব প্রতিযোগিতায় রাশিয়ান কোন ক্লাবের অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।

জেনিথের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেনিথ ফুটবল ক্লাবের এই আপিলের প্রতি সমর্থন জানিয়েছেন ডিনামো মস্কো, এফসি সোচি ও পিএফসি সিএসকেএ মস্কো। দ্রুততার সাথে যেন এর সমাধান করা হয় এ ব্যাপারে তারা ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশনে আপিল করেছে।’

সুইস ভিত্তিক কোর্টটি এ ব্যাপারে তাৎক্ষনিক মন্তব্য করেনি।

উয়েফার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোর সাথে স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছে নাইকি।

উল্ল্যেখ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনা করে রাশিয়া। যা এখনো অব্যাহত আছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent