১৭ বছর পর শিরোপা জিতলো রিয়াল বেটিস

অবশেষে ১৭ বছর পর স্প্যানিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট কোপা দেল রে রিয়াল বেটিস চ্যাম্পিয়ন হয়েছে।

সেভিয়ার লা কারতুজা স্টেডিয়ামে শনিবার রাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। নির্ধারিত সময়ে খেলাটি অবশ্য ১-১ গোলে ড্র ছিল।

উল্লেখ্য ১৯৭৭ ও ২০০৫ এর পর এবার কোপা দেল রে শিরোপা জিতলো বেটিস। ২০০৫ সালের পর এবারই প্রথম কোনো মেজর শিরোপা উঠলো তাদের ঘরে। গত দশ বছরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বাইরে মাত্র দ্বিতীয় দল হিসেবে কোপা দেল রে জিতলো তারা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent