পেড্রির গোলে বার্সার জয়

অসাধারণ একটি গোলে সেভিয়ার সঙ্গে বার্সেলোনার ব্যবধান গড়ে দিয়েছেন পেড্রি। রোববার লা লিগার ওই ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে কাতালানরা। ওই জয়ে এই মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ক্যাম্প ন্যুয়ে ম্যাচে ১৯ বছর বয়সী পেড্রির জাদুকরি গোলের আগে সেভিয়ার বিপক্ষে বলতে গেলে ধুকতে হয়েছে বার্সাকে। শেষ পর্যন্ত ৭২ মিনিটে কর্নার থেকে পাওয়া বল দারুণ দক্ষতায় পেড্রি জালে জড়িয়ে দিলে ১-০ গোলে জয় লাভ করে বার্সেলোনা। সম্প্রতি ধারবাহিক জয়ের মধ্যে রয়েছে কাতালান জায়ান্টরা। আন্তর্জাতিক বিরতিতে যাবার আগে তারা ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে।

তবে মাদ্রিদের সঙ্গে এখনো ১২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে বার্সা। যে কারণে এই ব্যবধান কমিয়ে শিরোপার ভাগিদার হওয়াটা তাদের পক্ষে অসম্ভব। তবে তালিকার দ্বিতীয় অবস্থান নিয়ে মৌসুম শেষ করার সুযোগ এখন সৃস্টি হয়েছে। এটিও দলটির জন্য কম অর্জন নয়। কারণ কয়েকমাস আগেও বার্সা শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ঠ সন্দেহের সৃস্টি হয়েছিল।

নভেম্বরে জাভি যখন দলটির দায়িত্বভার গ্রহণ করেন তখন একেবারেই নেতিয়ে পড়েছিল বার্সেলোনা। দলটি তালিকার নবম স্থানে অবস্থান করছিলো।

গত বছর ১০ মে শেষ হওয়া মৌসুমটিতে বার্সেলোনার অবস্থান ছিল দ্বিতীয়। জাভি বলেন,‘আমরা দ্বিতীয় স্থানে থাকলেও কিছুই অর্জিত হয়নি। গানিতক দৃস্টিকোন থেকে যদি এখন শিরোপা জয়ের সুযোগ থাকে, তাহলে আমরা সেই সুযোগের জন্য লড়তে চাই।’

তবে গতকালের ম্যাচের আসল নায়ক হলেন পেড্রি। মধ্যমাঠে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি অসাধারণ গোলটিও আদায় করেছেন তিনি। যা পেড্রিকে ইতোমধ্যে বিশ্বের আকর্ষণীয় তরুণ মেধাবির তকমা লাগিয়ে দিয়েছে।

জাভি বলেন,‘আমি সব সময় শট নেয়ার জন্য তাকে (পেড্রি) উৎসাহিত করি। সে শুধু পাস দিয়ে খেলতে চায়। সে হচ্ছে পাসার। আমার মাঝেও অবশ্য এমন অভ্যাস ছিল। তবে আজ সে অসাধারণ একটি গোল করেছে।’

রোববার লা লিগার অন্য ম্যাচে অ্যাথলেটিক বিলবাও ২-১ গোলে এলচে এবং রিয়াল বেতিস ৪-১ গোলে ওসাসুনার বিপক্ষে জয় লাভ করেছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent