পয়েন্ট হারিয়েই চলছে শেখ রাসেল ক্রীড়া চক্র

বড় বাজেটের দল করেও পয়েন্ট টেবিলের নিচের দিকে শেখ রাসেল ক্রীড়া চক্র। দলের ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করেও ভাগ্য বদলাচ্ছে না সাবেক চ্যাম্পিয়নদের।

হারের বৃত্ত থেকে বেরিয়ে ব্লুজরা আটকে আছে ড্রয়ের বৃত্তে। কিছুতেই তাদের জয়ের পথটা খুলছে না। সর্বশেষ সোমবার ঘরের মাঠে তারা ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।

সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বিতর্কিত জয়ের পরের ম্যাচগুলো হয় হেরেছেন না হয় ড্র করেছে শেখ রাসেল। ফলে ১০ রাউন্ড শেষে দলটির ঝুলিতে ওই একটি মাত্রই জয়।

পাঁচ ম্যাচ হেরে চারটিতে ড্র করে তাদের পয়েন্ট মাত্র ৭, টেবিলে সাবেক চ্যাম্পিয়নদের অবস্থান ১২ দলের মধ্যে ১০ নম্বরে। রেলিগেশন জোনেই আটকা পড়ে আছে ২০১২ মৌসুমে ট্রেবলজয়ী দলটি।

সোমবার ঘরের মাঠ বসুন্ধরা এরেনায় রাসেল ও রহমতগঞ্জের ম্যাচের দুটি গোল হয়েছে খেলা শুরুর ৬ মিনিটের মধ্যে। ৪ মিনিটে সানডে চিজোবার গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ।

দুই মিনিট পর জুয়েলের গোলে সমতায় ফেরে শেখ রাসেল। বাকি ৮৪ মিনিট দুই দল কয়েকটি সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি।

রহমতগঞ্জের দুর্ভাগ্য তারা পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে রহমতগঞ্জের পাওয়া পেনাল্টি ক্রসবারের ওপর দিয়ে মারেন ঘানার ফিলিপ আডজা। ড্র করে ৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ টেবিলের অষ্টম স্থানে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent