কাতার বিশ্বকাপ ড্র কাল

আগামীকাল শুক্রবার দোহায় অংশগ্রহণকারী ফুটবল দলগুলোর ড্র আয়োজনের মাধ্যমে দৃশ্যমান হতে শুরু করবে কাতার বিশ্বকাপের ক্ষণ গণনা। আট মাসেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের শীর্ষ এই টুর্নামেন্টটি।

করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় শহরের পশ্চিম উপসাগরীয় জেলায় আকাচুম্বি ভবন দোহা কনভেনশন সেন্টারে এই ড্র অনুষ্ঠানে দেখা যেতে পারে ফুটবলের কিছু বড় ব্যক্তিত্বকে। যেখানে খুঁজে পাওয়া যাবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রুপ প্রতিপক্ষ দলগুলোকে। প্রথমবারের মতো নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ।

অবশ্য এখনো চুড়ান্ত হয়নি আসরের সবগুলো দলের নাম। গতকাল মঙ্গলবার শেষ হয়েছে উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের চূড়ান্ত বাছাই। আর জুনে প্লে অফের মাধ্যমে যুক্ত হবে আসরের আরো তিনটি নাম।

বৃহস্পতিবার প্রকাশিত ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের তালিকা অনুযায়ী ড্রয়ের শীর্ষ দল নির্ধারণ করা হবে। যেখানে থাকবে র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দল। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স থাকবে এক নম্বর পটে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ের তলানির দল হচ্ছে স্বাগতিক কাতার।

২০১০ সালে ভোটের মাধ্যমে যখন বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে ৩০ লাখেরও কম জনসংখ্যা অধ্যুসিত মধ্যপ্রাচ্যের দেশটি নির্বাচিত হয়, তখন বিষ্মিত হয়ে পড়েছিল গোটা ফুটবল বিশ্ব। অভিযোগ উঠে অবৈধ উপায় ভোট ক্রয়ের। প্রশ্ন উঠেছিল দেশটির বিশ্বকাপ আয়োজনের উপযুক্ততা নিয়ে। তবে দৃঢ়তার সঙ্গে ওইসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

বিশ্বকাপের টিকিট পাওয়া ২৯ দলের তালিকা নিচে দেয়া হলো:

ইউরোপ: জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড, পর্তুগাল ও পোল্যান্ড।

দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে।

এশিয়া: কাতার (স্বাগতিক), ইরান, দক্ষিন কোরিয়া, জাপান ও সৌদি আরব।

আফ্রিকা: গানা, সেনেগাল, তিউনিশিয়া, মরক্কো ও ক্যামেরুন।

উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল: কানাডা, মেক্সিকো ও যুক্তরাস্ট্র।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent