একুশ বছর পর মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মঙ্গোলিয়া ফুটবল দল বাংলাদেশে এসেছে শনিবার রাতে। রোববার সকালে তারা সিলেট গিয়ে বিকেলে অনুশীলন করেছে। ২৯ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যেকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি।

মার্চ উইন্ডোতে বাংলাদেশ দুটি ম্যাচ খেলছে। একটি খেলেছে মালদ্বীপে। ২৪ মার্চ অনুষ্ঠিত যে ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচটি মঙ্গোলিয়ার বিপক্ষে।

মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাত্র দুটি ম্যাচ খেলেছে এর আগে। ২০০১ সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ-মঙ্গোলিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-০ গোলে, ফিরতি ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে।

দীর্ঘ ২১ বছর পর আবার দেশ দুটি আবার মুখোমুখি হচ্ছে। মালদ্বীপের কাছে হারার পর ফুটবলামোদীদের প্রত্যাশা এই ম্যাচটি জিতবে বাংলাদেশ। জিতলে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

এই ম্যাচটি নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও বড় পরীক্ষা। ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রথম কোনো জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়েছিলেন ক্যাবরেরা। শুরুটা সুখকর হয়নি। দেখা যাক দ্বিতীয় ম্যাচে কি হয়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent