কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২৭ মার্চ শুরু

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল। স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে।

এবারের টুর্নামেন্ট অংশ নিচ্ছে মোট ২৪টি মিডিয়া হাউজ। আটটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। শীর্ষ আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ৩১ মার্চ দুই সেমি-ফাইনাল এবং ফাইনাল আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনে সময় দলীয় জার্সি ও ট্রফিও উন্মোচন করা হয়। এ চাড়া দলগুলোর গ্রুপিংও সম্পন্ন হয়।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ড. জেসমিন জামান, স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, বিএসজেএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে: চ্যানেল আই, বৈশাখী টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন, বাংলাভিশন, নিউজ ২৪, টি স্পোর্টস, জিটিভি, ৭১ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, যমুনা টিভি, একুশে টেলিভিশন, সময় টিভি, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, কালের কন্ঠ, যুগান্তর, জনকন্ঠ, প্রথম আলো, সমকাল, মানব জমিন, ঢাকা পোস্ট, জাগো নিউজ, ডেইলি সান ও দৈনিক ইনকিলাব।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent