বিদেশী খেলোয়াড়দের ক্লাব ছাড়ার অনুমতি দিয়েছে ফিফা

রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন ক্লাবে থাকা বিদেশী ফুটবলার ও কোচদের সাময়িকভাবে চুক্তি বাতিল করে অন্যত্র খেলার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

ইতোমধ্যেই ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাশিয়াকে যেকোন আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ করেছে ফিফা। এক বিবৃবিতে ফিফা বলেছে, ‘আগামী ৩০ জুন রাশিয়ান ঘরোয়া মৌসুম শেষ হবার আগ পর্যন্ত যেকোন বিদেশী খেলোয়াড় ও কোচ তাদের চুক্তি বাতিলে অধিকার রাখে। এই কঠিন সময়ে তারা যদি ইচ্ছা করে তবে ক্লাব ছেড়ে অন্যত্র চলে যেতে পারে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত খেলোয়াড় ও কোচরা চুক্তির বাইরে হিসেবে বিবেচিত হবে। এই সময়ের মধ্যে কোন ধরনের আপত্তি ছাড়া তারা যেকোন ক্লাবের সাথে চুক্তি করার জন্য যোগ্য হবে।
ইউরোপে দলবদল মৌসুম শেষ হয়েছে গত ৩১ জানুয়ারি রাতে।

তবে রাশিয়া ও ইউক্রেনের বিদেশি খেলোয়াড়দের জন্য সে নিয়ম শিথিল করা হয়েছে। ইউক্রেনের লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। কবে আবার ফুটবল ফিরবে সেটাও অনিশ্চিত। অন্যদিকে রাশিয়ায় ফুটবল লিগ শীতকালীন বিরতি শেষে মাঠে ফিরেছে। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা সে দেশের লিগের বিদেশি খেলোয়াড়দেরর চুক্তি স্থগিত করে অন্য লিগে পাড়ি জমানোর সুযোগ দিচ্ছে।

ফিফার বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এর ফলে উয়েফা ও আরও অনেক অংশীদারদের সঙ্গে মিলে ফিফা সাময়িকভাবে নিয়ম পরিবর্তন করে খেলোয়াড়দের দলবদলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেন অনেকগুলো বিষয়ে আইনি নিশ্চয়তা ও স্বচ্ছতা প্রদান করা যায়। ইউক্রেনের পরিস্থিতির কথা বিবেচনা করে খেলোয়াড় ও কোচদের কাজ করে উপার্জনের সুযোগ দিতে ও ইউক্রেনের ক্লাবগুলোকে রক্ষা করতে, যদি চুক্তি সংশ্লিষ্ঠ কোনো পক্ষ সুস্পষ্টভাবে বিরোধিতা না করে, তাহলে ইউক্রেনের ফুটবল অ্যাসোসিয়েশনের সব ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড় ও কোচদের চুক্তি চলতি মৌসুমের শেষ পর্যন্ত স্থগিত হয়ে যাবে।’

রাশিয়ায় অবস্থানরত বিদেশি খেলোয়াড়দের বিষয়ে সে বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি খেলোয়াড় ও কোচরা যেন তাড়াতাড়ি রাশিয়া ছেড়ে চলে যেতে পারেন সে ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের সঙ্গে রাশিয়ার ক্লাবগুলো ১০ মার্চের আগে পারস্পরিক সমঝোতায় যাতে না আসতে পারে, সেজন্যই সেখানকার বিদেশি খেলোয়াড় ও কোচেরা মৌসুমের শেষ পর্যন্ত নিজেদের চুক্তি স্থগিত করতে পারবেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent