এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

নিজ মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার পরও লিগ ওয়ানে দারুণ এক জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)। লিওনেল মেসির যোগান থেকে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে শনিবার সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে পিএসজি। এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় নিজেদের লিডকে আরো বাড়িয়ে নিল টেবিল টপাররা।

পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই সফরকারী দলকে এগিয়ে দেন ডেনিস বুয়াঙ্গা। তবে বিরতিতে যাবার আগমুহূর্তেই গোলটি পরিশোধ করে স্বাগতিক পিএসজিকে সমতায় ফেরান এমবাপ্পে। বিরতি থেকে ফেরার পরপর ফের গোল করে দলকে এগিয়েও দেন এই ফরাসি স্ট্রাইকার।

পরে পিএসজির তৃতীয় গোলদাতা দানিলো পেরেইরাকে বলের যোগ দেন এমবাপ্পে। এতেই পরাজয়ের ধারা থেকে বেরিয়ে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠে ছাড়ে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

গত সপ্তাহে দুর্বল নঁতের কাছে পরাজিত হয়েছিল পিএসজি। তবে ওই জয়ে অপর দুই শিরোপা প্রতিদ্বন্দ্বী নিস ও মার্শেইর সঙ্গে এখন ১৬ পয়েন্টের ব্যবধান রচনা করেছে পিএসজি।

নঁতের বিপক্ষে গত সপ্তাহে প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়া পিএসজি শনিবারও শুরু করেছিল কিছুটা ধীর গতিতে। এর শাস্তি তাদের পেতে হয়েছে। গ্যাবনের আন্তর্জাতিক তারকা বুয়াঙ্গা ১৬ মিনিটে স্বাগতিক তারকা পেরেইরার একটি ভুলের সুযোগ নিয়ে দারুণ দক্ষতায় গোল করে এগিয়ে দেন এতিয়েনকে।

ম্যাচের ৫২ মিনিটে পেরেইরার তৃতীয় গোলের আগে ৪২ ও ৪৭ মিনিটে পরপর গোল করে পিএসজি শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন দারুণ ফর্মে থাকা এমবাপ্পে। এর মাধ্যমে সব প্রতিযোগিতায় এই মৌসুমে ২৪ গোলের মালিক বনে যান এই বিশ্বকাপ জয়ী তারকা। এই নিয়ে পিএসজির জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৬টি গোল করলেন এমবাপ্পে। এতে ক্লাবটির হয়ে জ্বলাটান ইব্রাহিমোভিচের গোলের সহাবস্থানে পৌঁছালেন তিনি।

সুইডিশ তারকা ইব্রা ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট চার বছর প্যারিসে কাটানোর সময় ১৫৬ গোল করেছিলেন। ক্লাবের হয়ে সর্বোচ্চ ২০০ গোল করে সবার উপড়ে আছেন এডিনসন কাভানি।

কোচ পচেত্তিনো বলেন, ‘তার (এমবাপ্পে) পারফর্মেন্সের বর্ণনা করা সহজ নয়। সে দুর্দান্ত। আমি তাকে নিয়ে গর্বিত।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent