অধিনায়কত্ব নিয়ে ম্যাগুয়েরে-রোনালদো দ্বন্দ্ব

প্রিমিয়ার লিগের শীর্ষ চারে টিকে থাকার লড়াইয়ে এখন নিজেদের মনোযোগী করে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এর মধ্যেই দলের অধিনায়কত্ব প্রশ্নে হ্যারি ম্যাগুয়েরে ও রোনালদোর মধ্যে দ্বন্দ্বের জোড় গুঞ্জন উঠেছে। যদিও ডেভিলস অধিনায়ক ম্যাগুয়েরে বিষয়টি একেবারেই নাকচ করে দিয়েছেন।

এবারের মৌসুমে ম্যাগুয়েরে তার সেরা পারফরমেন্সের থেকে বেশ খানিকটা দূরে রয়েছেন। আর সে কারণেই দলে রোনালদোর মতো সুপারস্টার থাকা সত্তেও ম্যাগুয়েরের ওপর কেন অধিনায়কের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে তা নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছেন। চলতি সপ্তাহের শুরুতে বিষয়টি নিয়ে ড্রেসিং রুমে বিরোধের বিষয়টি অবশ্য স্পষ্ট ভাবেই অস্বীকার করেছেন ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড।

সম্প্রতি পুরো বিষয়টি অস্বীকার করে ম্যাগুয়েরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘এই বিষয়টি নিয়ে আমি বেশ কিছু রিপোর্ট দেখেছি। কিন্তু আসলে এমন কিছুই হয়নি। এমন কোন সমস্যা দলের মধ্যে হয়নি যা নিয়ে অস্বস্তিতে পড়তে হবে। একটি বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই মৌসুমের এই ভাগে এসে আমরা সবাই একত্রিত আছি। প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। রোববার লিডসের বিপক্ষে ম্যাচ নিয়ে এখন আমরা কাজ করছি। সবাই নিজেদের দিন উপভোগ করো।’

মঙ্গলবার ব্রাইটনকে ২-০ গোলে পরাজিত করে ইউনাইটেড আবারো প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ চারে উন্নীত হয়েছে। লিগের শীর্ষ চারটি দল আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাংনিকের অধীনে ইউনাইটেড বেশ কঠিন সময় পার করছে। আরো কয়েকটি দলও শীর্ষ চারে টিকে থাকতে ইউনাইটেডের ঘাড়ের উপর নি:শ্বাস ফেলছে, যাদের মধ্যে ওয়েস্ট হ্যাম, আর্সেনাল, উল্ফস, টটেনহ্যাম অন্যতম। এ দলগুলোর হাতে ইউনাইটেডের তুলনায় ম্যাচও বেশি রয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent