সালজবার্গের কাছে পয়েন্ট খোয়ালো বায়ার্ন

ফরাসি উইঙ্গার কিংসলে কোম্যানের শেষ মুহূর্তের গোলে অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন রেড বুল সালজবার্গের সাথে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের ৯০ মিনিটে কোম্যানের কোনাকুনি শটে বায়ার্ন কোনমতে পরাজয়ের হাত থেকে রক্ষা পায়। এর আগে ২১ মিনিটে বদলী খেলোয়াড় জুনিয়র আডামুসের গোলে এগিয়ে গিয়েছিল সালজবার্গ।

এই গোলের পর ২০১৭ সালের পর এই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে পরাজয়ের শঙ্কায় পড়ে বেভারিয়ান্সরা। দ্বিতীয়ার্ধে অনেকটা কষ্ট করেই লড়াইয়ে ফিরতে হয়েছে বায়ার্নকে।

ম্যাচ শেষে বুধবার বায়ানের অধিনায়কের দায়িত্ব পালন করা থমাস মুলার বলেছেন, ‘অনেকেই হয়ত আজ বলবে সালজবার্গের এই ম্যাচটা জয়ী হওয়া উচিত ছিল। কিন্তু আমি মনে করি এই ফলাফলটাই সঠিক হয়েছে। আমি মনে করি দ্বিতীয়ার্ধে একটি বিষয় অন্তত নিশ্চিত হয়েছে যে আমরা ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে খেলেছি। এই মুহূর্তে আমরা সঠিক পথে নেই। প্রতিটি ম্যাচে আমাদের জয়ের সেই মানসিকতা ফিরিয়ে আনতে হবে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent