ডরিয়েলটনের হ্যাটট্রিকে সহজ জয় আবাহনীর

প্রথমার্ধেই ৩-০। ধরে নেওয়া হয়েছিল আবাহনী আরো বড় ব্যবধানে হারাতে যাচ্ছে রহমতগঞ্জকে। না, শেষ পর্যন্ত প্রথমার্ধে করা ওই তিন গোলেই দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে মৌসুমের প্রথম দুটি টুর্নামেন্ট জেতা আবাহনী।

রোববার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আবাহনী ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে শেখ জামালের সঙ্গে মিলিতভাবে।

আবাহনী যেমন জয়ের ব্যবধানটা আর বাড়াতে পারেনি তেমনি সহজ সুযোগ পেয়ে রহমতগঞ্জও পারেনি ব্যবধান কমাতে। ৭২ মিনিটে রহমতগঞ্জ পেনাল্টি পেয়েছিল। কিন্তু নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডের দূর্বল শট জমা হয় আবাহনী গোলরক্ষকের হাতে।

প্রথমার্ধে আবাহনী ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ান তারকা ডরিয়েলটনের গোলে। তিনি ৪০, ৪৩ ও ৪৫ (ইনজুরি সময়ে) গোল করেছেন। এটা কেবল এই লিগের প্রথম হ্যাটট্রিকই নয়, মৌসুমেরই প্রথম হ্যাটট্রিক।

৩৯ মিনিট পর্যন্ত আবাহনী গোল না পাওয়ায় চিন্তার ভাঁজ ছিল সমর্থকদের কপালে। বাংলাদেশ পুলিশের বিপক্ষে আগের ম্যাচে হারতে হারতে ড্র করেছিল আবাহনী। ওই ম্যাচে ডরিয়েলটন পেনাল্টি মিস করে সমর্থকদের কাঠগড়ায় দাঁড়িয়েছেল। তবে শেষ পর্যন্ত তার গোলেই সমতায় ফিরেছিল আবাহনী।

সেই ডরিয়েলটন এবার নিজের জাতটা ভালভাবেই চেনালেন ৫ মিনিটের ব্যবধান ৩ গোল করে। ৪০ মিনিটে প্রথম ও ৪৩ মিনিটে দ্বিতীয় গোলের জোগান দিয়েছিলেন কলিন্দ্রেস। আর হ্যাটট্রিক করা গোলের বলটি বাড়িয়েছিলেন নুরুল নাইম ফয়সাল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent