বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ইরান

এশিয়ার প্রথম দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইরান। বৃহস্পতিবার বাছাইপর্বের ম্যাচে তারা ১-০ গোলে ইরাকের বিপক্ষে জয় পেয়ে এ কৃতিত্ব দেখায়। এদিকে কাতার বিশ্বকাপের বেশ কাছে পৌঁছে গেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

তেহরানে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে প্রতিবেশী দলের বিপক্ষে একমাত্র গোলটি করেছেন পোর্তো ফরোয়ার্ড মেহদি থারেমি। ৪৮তম মিনিটে জয়সূচক গোল করেন তিনি। এর মাধ্যমে টানা তৃতীয় এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করল ইরান।

এ মুহূর্তে ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। তাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকা দক্ষিণ কোরিয়াও পৌছে গেছে কাতার বিশ্বকাপের দ্বারপ্রান্তে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়া ১-০ গোলে হারায় লেবাননকে।

গ্রুপে তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত কোরিয়ার চেয়ে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। গতকাল তারা সিরিয়ার বিপক্ষে জয় লাভ করেছে ২-০ গোলে।

বি’ গ্রুপের ম্যাচে জাপান ২-০ গোলে চীনকে হারিয়ে দোহার পথে আরেকধাপ এগিয়ে গেছে। এই জয়ে গ্রুপের শীর্ষ পয়েন্টধারী সৌদি আরবের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে তারা। আরো এক পয়েন্ট কম নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। গতকাল মেলবোর্নে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে সকারুরা।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সরাসরি বিশ্বকাপের চুড়ান্ত আসরে খেলতে পারবে। তৃতীয় হওয়া দুই গ্রুপের দুই দল নিজেদের মধ্যে প্লে অফ খেলার পর বিজয়ী দলকে আরেকটি প্লে-অফে খেলতে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম স্থানে থাকা দলের সঙ্গে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent