ফেডারেশন কাপে আবাহনীর শিরোপা পুনরুদ্ধার

ঢাকা আবাহনী লিমিটেড অবশেষে ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে তারা ২-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে।

এর আগে আবাহনী ১১বার শিরোপা জিতে ফেডারেশন কাপে রেকর্ডচ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল। এটি তাদের দ্বাদশ শিরোপা।

এটি ছিল এই মৌসুমে নীল-আকাশীদের টানা দ্বিতীয় শিরোপা। দুই মৌসুম পর ফেডারেশন কাপ ঘরে তুলল ধানমন্ডির দলটি।

শক্তিশালী আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে লড়তে থাকে ‘জায়ান্টকিলার’ রহমতগঞ্জ। বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। ১২ মিনিটে সানডে চিজোবা, ১৪ মিনিটে ফিলিপ আজাহ দারুণ দুটি সুযোগ পেয়েও ব্যর্থ হন। তবে ২৮ মিনিটে আবাহনীর গোলের সুযোগ হাতছাড়া করেন।

শেষ পর্যন্ত অবশ্য লিড নিয়েই বিরতিতে যায় ধানমন্ডির এই ক্লাব। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) ডেনিয়েলের গোলে এগিয়ে যায় আবাহনী। রাকিবের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের প্লেসিং শট লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।

৬৪ মিনিটে আবাহনীকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন রাকিব। ফয়সালের পাসের বল বক্সে পেয়ে দুই কদম এগিয়ে শটের সাহায্যে রহমতগঞ্জের জালে জড়ান তিনি (২-০)।

তবে ৭০ মিনিটে একটি গোল পরিশোধের মাধ্যমে রহমতগঞ্জকে লড়াইয়ে ফিরিয়ে আনেন আজাহ। বাপ্পীর থ্রু পাসের বল কোনাকুনি শটে জালে জড়ান তিনি (২-১)। পরবর্তীতে বাকী গোলটি আর পরিশোধ করতে পারেনি পুরোন ঢাকার ঐতিহ্যবাহী দলটি। ফলে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফির পাশাপাশি নগদ ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছে আবাহনী। আর রানার্সআপ রহমতগঞ্জ লাভ করেছে ৩ লাখ টাকা।

আবাহনীর ডেনিয়েল অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা হয়েছেন। এছাড়া যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেছেন আবাহনীর ডরিয়েল্টন ও রহমতগঞ্জের ফিলিপ আজাহ। ফেয়ার প্লে পুরস্কারেও ভুষিত হয়েছে চ্যাম্পিয়ন আবাহনী।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent