গোলখরা কাটালেন সুয়ারেজ

দুই মাসের মধ্যে বৃহস্পতিবার প্রথম গোলের দেখা পেয়েছের লুইস সুয়ারেজ। এদিন তার দল অ্যাটলেটিকো মাদ্রিদ ৫-০ গোলে রায়ো মাজাদাহোন্ডাকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলতে স্থান করে নিয়েছে।

দেশ ও ক্লাবের হয়ে টানা ১০ ম্যাচ গোলহীন কাটিয়েছেন সুয়ারেজ। কিন্তু ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ফের স্বরূপে ফিরে বিরতিতে যাবার আগেই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এই উরুগুইয়ান তারকা। দ্বিতীয়ার্ধে আতোয়ান গ্রীজম্যান ও জোয়াও ফেলিক্স গোল করলে ৫-০ ব্যবধানের বড় জয় পায় মাদ্রিদ জায়ান্টরা।

স্পেনের তৃতীয় বিভাগের টুর্নামেন্ট সেগুন্ডা বি’তে বর্তমানে ষষ্ঠ অবস্থানে রয়েছে রায়ো মাজাদাহোন্ডা। তারা অ্যাটলেটিকোর অনুশীলন মাঠ এল সেরো দেল এস্পিনোতে নিজেদের হোম ম্যাচটি খেলতে চেয়েছিল। তবে এর পরিবর্তে স্প্যানিশ ফেডারেশনের অনুমতি নিয়ে তাদেরকে ৬৮ হাজার ধারণ ক্ষমতার ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচ আয়োজনের সুযোগ করে দেয় অ্যাটলেটিকো।

ম্যাচের ১৭ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ২৬ মিনিটে রেনান লোডির অসাধরান এক শট দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেয় দলকে। ম্যাচের ৪১ মিনিটে গোল করে ৩-০ ব্যবধানের লিড নিয়ে দলকে বিরতিতে নিয়ে যান সুয়ারেজ।

ম্যাচের বয়স ঘন্টার কাঁটা পেরুনোর আগে মাঠে এসে বাকী গোল দুটি করেন গ্রীজম্যান ও ফেলিক্স। ৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার একটি পাসের বল নিয়ে দারুণভাবে ফিনিসিং টানেন গ্রীজম্যান। ৭৯ মিনিটে বেশ কিছুটা দূর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন ফেলিক্স।

এর আগে আসরের আরেক ম্যাচে রিয়াল জারাগোজাকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে সেভিয়া। ৩১ মিনিটে কর্নারের কাছাকাছি থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন জুলেস কউন্ডা। ৬৯ মিনিটে প্রতিআক্রমণ থেকে বেশ ঠান্ডা মাথায় ফিনিসিং টানেন রাফা মির। স্পেনের দ্বিতীয় বিভাগের টুর্নামেন্টে বর্তমানে ১৬তম অবস্থানে রয়েছে জারাগোজা।

এদিকে দ্বিতীয় বিভাগের ১২তম স্থানধারী স্পোর্টিং গিজনের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলতে উঠতে ব্যর্থ হয়েছে ভিয়ারিয়াল। তবে মানচা রিয়ালকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উন্নীত হয়েছে অ্যাথলেটিক বিলবাও।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent