মিলান ছাড়লেন এরিকসেন

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে ডেনামার্কের হয়ে খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত অধিনায়ক ক্রিস্টিয়ান এরিকসেন পারষ্পরিক সমঝোতার মাধ্যমেই ইন্টার মিলানের সাথে চুক্তি বাতিল করেছে বলে সিরি-এ ক্লাব সূত্র নিশ্চিত করেছে।

২৯ বছর বয়সী এরিকসেনের সুস্থতার জন্য বুকে কার্ডিওভারটার ডিফিব্রিলেটর (আইসিডি) যন্ত্র বসানো হয়েছে। যে কারণে তিনি আর ইতালিয়ান ফুটবলে খেলতে পারবেন না।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সায়েন্টিফিক কমিটির সদস্য ফ্রান্সেসকো ব্রাকোনারো গত আগস্টেই জানিয়েছিলেন, বুকে পেসমেকার (আইসিডি) নিয়ে এরিকসেন ইতালিতে খেলতে পারবেন না। তখনই মোটামুটি নিশ্চিত হয়, এরিকসেনকে ছেড়ে দেবে ইন্টার মিলান।

এর ফলে এরিকসেন এখন বিশ্বের যেকোন ক্লাবেই খেলার জন্য উন্মুক্ত হয়ে গেলেন। সম্প্রতি শৈশবের ক্লাব ওডেন্সে অনুশীলন শুরু করেছেন এরিকসেন।

গত ১২ জুন কোপেনহেগেনে ইউরোর প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন টটেনহ্যামের সাবেক এই তারকা। ঘটনাটি পুরো ফুটবল বিশ্বকে দারুণভাবে নাড়া দিয়েছিল। সতীর্থ ও দলীয় চিকিৎসকদের তাৎক্ষণিক চেষ্টায় সে যাত্রায় এরিকসেন প্রাণে বেঁচে যান।

হাসপাতালে ভর্তি হয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ইউরোয় আর খেলতে পারেননি। আর কখনো খেলতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়। বুকে পেসমেকার বসিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান এরিকসেন। ইন্টারের হয়ে মাত্র দুই মৌসুম খেলা এই প্লেমেকার এ মৌসুমেই আর মাঠে নামেননি।

গত বছরের জানুয়ারিতে টটেনহ্যাম ছেড়ে ইন্টারে যোগ দেন এরিকেসন। ২০২৪ সাল পর্যন্ত ইন্টারের সাথে ছিল তার চুক্তির মেয়াদ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent