টানা ১৪ ম্যাচে জয়বিহীন নিউক্যাসল

এক গোলে এগিয়ে থেকেও প্রিমিয়ার লিগে কাঙ্খিত জয়ের দেখা পায়নি নিউক্যাসল ইউনাইটেড। লিগ টেবিলের তলানির আরেক দল নরউইচ সিটির সাথে ১-১ গোলে ড্র করে টানা ১৪ ম্যাচে জয়বিহীন থাকল ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় ক্লাবটি।

এই ড্রয়ে ১৪ ম্যাচে ৭টি ড্রসহ ৭ পয়েন্ট নিয়ে তলানির থেকে উঠতে পারল না নিউক্যাসল। নীচের দিক থেকে তৃতীয়স্থানে থাকা নরউইচের সংগ্রহ ১০ পয়েন্ট।

চলতি মৌসুমে চতুর্থ দল হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম ১৪ ম্যাচে একটিও জয়ের দেখা পায়নি নিউক্যাসল। লিগের পরিস্যংখান অনুযায়ী এর আগে ১৯৯৩-৯৪ মৌসুমে সুইনডোন, ২০১২-১৩ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্স ও গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেড ব্যর্থতার এই রেকর্ড গড়েছিল। সবগুলো দলই শেষ পর্যন্ত রেলিগেশনে নেমে গিয়েছিল।

ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে নরউইচের বিপক্ষে ম্যাচটি কার্যত নিউক্যাসলের সামনে সবচেয়ে ভাল সুযোগ ছিল। যদিও টিমু পুক্কিকে ফাউলের অপরাধে ম্যাচের ৯ মিনিটেই সেন্টার ব্যাক কিয়ারান ক্লার্ক লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হয় নিউক্যাসল। এর ফলে এডি হাউয়ের দল কিছুটা হলেও চাপে পড়ে।

একজন কম নিয়েও নিউক্যাসল আরো বেশি বিপদজনক হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় ৬১ মিনিটে স্পট কিক থেকে ক্যালুম উইলসন স্বাগতিকদের এগিয়ে দেন। ডি বক্সের ভিতর ফেডেরিকো ফার্নান্দেজের হেড নরউইচের স্কটিশ মিডফিল্ডার বিলি গিলমোরের হাতে লাগলে পেনাল্টি উপহার পায় নিউক্যাসল। ৭৯ মিনিটে পুক্কি বাম পায়ের জোড়ালো ভলিতে সমতা ফেরান।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent