প্রাণ-ডিআরইউ ফুটবলে একাত্তর টিভি চ্যাম্পিয়ন

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে একাত্তর টিভি চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। একাত্তর টিভি ২-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন একাত্তর টিভির গোলরক্ষক মনির মিল্লাত।

ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যানেল ২৪ এর সাদমান সাকিব, সেরা গোলদাতা নির্বাচিত হন চ্যানেল আই’র রাহুল রায়। ফেয়ার প্লে ট্রফি লাভ করে দৈনিক ইনকিলাব।

এর আগে সকালে প্রথম সেমিফাইনালে একাত্তর টিভি ২-১ গোলে চ্যানেল ২৪ কে পরাজিত ফাইনাল নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের জেমসন মাহবুব। দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল আই ২-০ গোলে ইনকিলাবকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের তারিকুল ইসলাম মাসুম।

উল্লেখ্য প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে এ বছর ৫০টি দল অংশগ্রহণ করে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent