ম্যারাডোনার মৃত্যুর এক বছর এবং মেসির অনুভূতি

ম্যারাডোনার মৃত্যু খবর হয়তো মেসির চেয়ে কাউকে বেশি প্রভাবিত করার কথা নয়। পুরোটা ক্যারিয়ার জুড়েই তার তুলনা চলেছে আর্জেন্টাইন কিংবদন্তির সাথে।

সেই কিংবদন্তির মৃত্যুর খবর তাকে কতটা নাড়িয়েছে, তাতো বোঝা গেছে গত নভেম্বরেই। তখন সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে গোল করার পর সেটি উৎসর্গও করেন ফুটবলের মহামানবকে।

উৎসর্গ করার দিনে বার্সার জার্সির নিচে পরেছিলেন নিউওয়েলস ওল্ড বয়েজের ১৯৯৩ সালের জার্সি। তখন মেসির শৈশবের ক্লাবটিতেই ম্যারাডোনা খেলতেন। তাই গোল করে দুই হাত শূন্যে উঁচিয়ে ধরার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিলো ফুটবল কিংবদন্তির প্রতি মেসির নিবেদন।

আজ ২৫ নভেম্বর সেই মানুষটির অনন্ত লোকে চলে যাওয়ার এক বছর পূরণ হলো। স্বাভাবিকভাবেই ম্যারাডোনার মৃত্যু দিনটা মেসি স্মরণে রেখেছেন। দিনটির গুরুত্ব বোঝাতে কিছুদিন আগে মার্কার সঙ্গে কথাও বলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)


সেখানে ১৯৮৬ বিশ্বকাপ জয়ীকে নিয়ে নিজের আবেগের কথা তুলে ধরেন পিএসজি তারকা, ‘আমার কাছে মনে হয় এইতো সেদিনের ঘটনা। অদ্ভুত অনুভূতি। বিশ্বাসই করতে পারছি না তাকে ছাড়া এক বছর পার হয়ে গেছে। এ সময়ে আর্জেন্টিনা বহুদিন পর কোপা চ্যাম্পিয়নও হয়ে গেছে। সব সময় মনে হয় এক পর্যায়ে তাকে হয়তো টিভিতে দেখা যাবে কোনও বিষয়ে মতামত দিতে। কিন্তু কতদিন হয়ে গেলো তিনি আমাদের মাঝে নেই, মনে হচ্ছে এইতো গতকালের ঘটনা।’

নিজেকে ভাগ্যবান দাবি করে মেসির কথা, ‘আমি সব সময় তার সঙ্গে থাকা স্মৃতিময় মুহূর্তগুলো মনে করবো। যে জায়গায় নিজেকে সব সময় ভাগ্যবান বলে মনে করি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent