বেনফিকার কাছে হোঁচট খেলো বার্সেলোনা

বেনফিকার সাথে গোলশূন্য ড্র করে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে।

বার্সার ডাগ আউটে গতকাল রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত জাভি হার্নান্দেজ দ্বিতীয় ম্যাচে দায়িত্ব পালন করেছেন। সেপ্টেম্বরে লিসবনের ম্যাচটিতে এই বেনফিকার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল কাতালান জায়ান্টরা। সে কারণেই তাদের সামনে সুযোগ ছিল ক্যাম্প ন্যু’র ফিরতি ম্যাচে বেনফিকাকে চেপে ধরার।

কিন্তু শেষ পর্যন্ত উজ্জীবিত বেনফিকার সামনে আর পেরে উঠেনি স্বাগতিকরা। এই ম্যাচে জয়ী হতে পারলে বায়ার্ন মিউনিখের পরে গ্রুপ-ই’র দ্বিতীয় দল হিসেবে বার্সেলোনারও নক আউট পর্ব নিশ্চিত হয়ে যেত।

এখন আগামী ৮ ডিসেম্বর শেষ ম্যাচে জার্মান জায়ান্টদের হারানোর কোন বিকল্প নেই। তা না হলে বেনফিকা যদি ডায়নামো কিয়েভকে পরাজিত করতে পারে তবে তারাই যাবে পরের রাউন্ডে।

এই মুহূর্তে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বেভারিয়ান্সরা। ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় ও দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেনফিকা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent