আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে চারজাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ আজ মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কার সাথে মোকাবিলা করবে। বাংলাদেশ সময় রাত ১০টায় এ ম্যাচটি কলম্বোর রেস কোর্স স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচটি শ্রীলঙ্কা ফুটবল টিভি (You Tube Live) সরাসরি সম্প্রচার করবে।

সংবাদ সম্মেলনে সোমবার বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, লঙ্কানদের সাথে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জয় নিয়েই আমরা ফাইনালে যেতে চাই।

অপরদিকে বাংলাদেশের পর্তুগিজ কোচ বলেন, ‘এটা আমাদের শেষ ম্যাচ। আমরা এমন একটা অবস্থানে আছি, ফাইনালে যেতে হলে এক পয়েন্ট লাগবে। প্রতিটি দিকেই দৃষ্টি দিচ্ছি এবং জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।’

এদিকে লঙ্কার অধিনায়ক সুজন পেরারা জানান, ফাইনালে খেলতে হলে আমাদের জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই। শতভাগ জয়ের আশা নিয়েই আমরা মাঠে নামব।

স্বাগতিক দলের কোচ আমির আলজিক বলেন, বাংলাদেশকে আমরা হালকাভাবে নিচ্ছি না। আমাদের ফাইনালে উঠতে হলে প্রতিপক্ষকে হারাতেই হবে। সে লক্ষ্য নিয়েই আমরা লড়াই করব।

তবে বাংলাদেশ ও সিসেলস একটু সুবিধাজনক অবস্থানে থাকলেও ফাইনালে যাবার সুযোগ রয়েছে মালদ্বীপ ও লঙ্কার। আজ শেষ দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে কারা খেলবে ফাইনালে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent