টটেনহ্যামের নতুন কোচ কন্টে

চেলসি ও ইন্টার মিলানের সাবেক বস এন্টোনিও কন্টেকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। মাত্র চার মাসের ব্যবধানে ব্যর্থতার দায় নিয়ে বরখাস্ত নুনো এস্পিরিতো সান্তোর স্থলাভিষিক্ত হলেন কন্টে।

নুনোকে সোমাবার বরখাস্তের পর ইতালিয়ান কন্টেকে নিয়োগ দিতে একটুও দেরি করেনি স্পার্সরা। ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত কন্টের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম। নুনোর অধীনে মাত্র ১৭টি ম্যাচ খেলেছে লন্ডনের ক্লাবটি।

এর আগে বছরের শুরুতে বরখাস্ত হওয়া হোসে মরিনহোর স্থানে কন্টেকে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হলেও ঐ সময় তা প্রত্যাখান করেছিলেন ইতালিয়ান এ কোচ। ৫২ বছর বয়সী কন্টে টটেনহ্যামের প্রস্তাব গ্রহণের মাধ্যমে তিন বছর পর আবারো প্রিমিয়ার লিগে ফিরছেন। ব্লুজদের হয়ে কন্টে ২০১৬/১৭ মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জয় করেছিলেন।

এক বিবৃতিতে স্পার্সদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত এন্টোনিও কন্টে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। সিরি-এ লিগে কন্টের শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে, এর মধ্যে জুভেন্টাসের হয়ে জিতেছেন হ্যাটট্রিক শিরোপা। তার অধীনে ইতালি ২০১৬ ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল।’

নতুন নিয়োগ প্রসঙ্গে কন্টে বলেছেন, ‘কোচিংয়ে ফিরতে পেরে আমি দারুণ খুশি, তার উপর আবার প্রিমিয়ার লিগের ক্লাবে। টটেনহ্যামের রয়েছে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম। এই দলের সাথে কাজ করতে মুখিয়ে আছি। বিশেষ করে এখানকার সমর্থকরা অসাধারণ।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent