এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে কুয়েত-বাংলাদেশ আজ মুখোমুখি

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ উজবেকিস্তান ২০২২ কোয়ালিফায়ার্সের ডি গ্রুপে কুয়েত ও বাংলাদেশ আজ বুধবার একে অপরের মুখোমুখি হচ্ছে। উজবেকিস্তানের তাসখন্দের জার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে ম্যাচ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক মারুফুল হক ও অধিনায়ক টুটুল হোসেন বাদশা কুয়েত অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এর পর বাংলাদেশ ৩০ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তান এবং ২ নভেম্বর শেষ ম্যাচে সৌদি আরবের মোকাবিলা করবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল
পাপ্পু হোসেন, মিতুল মারমা, মাহফুজ হাসান প্রীতম, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, মনির আলম, মোহাম্মদ হৃদয়, টুটুল হোসেন বাদশা, সবুজ হোসাইন, রুস্তম ইসলাম, ইসা ফয়সাল, মানিক হোসেন মোল্লা, আবু সাইদ, পাপন সিং, এনামুল হক, মারাজ হোসেন অপি, মাহবুবুর রহমান সুফিল, ফয়সাল আহমেদ ফাহিম, জমির উদ্দিন, রহিম উদ্দিন, সাব্বির আহমেদ ও ইউসুফ জুলকারনাইন হক।

উল্লেখ্য ম্যাচটি উজবেক স্পোর্টস টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। অনলাইন সরাসরি সম্প্রচার লিংক : https://uztv.tv/channels/sport1

Rent for add

সর্বশেষ নিউজ

for rent