আরো একবার বার্সাকে উদ্ধার করলেন ফাতি

আরো একবার বার্সেলোনাকে উদ্ধার করলেন আনসু ফাতি। রোববার লা লিগার ম্যাচে দুর্দান্ত একটি গোল আদায়ের পাশাপাশি দলের হয়ে একটি পেনাল্টিও আদায় করে দিয়েছেন ১৮ বছর বয়সী এ তারকা। এতেই ৩-১ গোলে জয় নিয়ে নতুন সপ্তাহ শুরু করলো কাতালান জায়ান্টরা।

বার্সেলোনার এ সহজ জয়ে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন মেম্ফিস ডিপে। আর ফাতির বদলী হিসেবে এসে ম্যাচের শেষভাগে ৮৫ মিনিটে তৃতীয় গোল করেন ফিলিপ কুটিনহো।

এর আগে ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই পেনার দেয়া গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৩ মিনিটে অসাধারণ এক গোলে বার্সাকে সমতায় ফিরিয়ে আনেন ফাতি। এতেই প্রমাণিত হয়েছে কোচ রোনাল্ড কোম্যান কেন বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে উদীয়মান এ তারকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। চার দিন পরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এলক্লাসিকো খেলবে বার্সেলোনা।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার কাছে হেরে গ্রুপের তলানিতে পড়ে আছে বার্সেলোনা। যে কারণে কিয়েভের বিপক্ষে আসন্ন ম্যাচে জয় পাওয়াটা বার্সেলোনার জন্য অনিবার্য্য হয়ে পড়েছে।

অপর দিকে লিগে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে আন্তর্জাতিক বিরতিতে যাবার আগে তাদের হাতে রয়েছে বাড়তি একটি ম্যাচ।

রোববার অনুষ্ঠিত লা লিগার অন্য ম্যাচে রয়ো ভায়োকানো ২-১ গোলে এলচের বিপক্ষে এবং সেভিয়া ১-০ গোলে সেল্টাভিগোর বিপক্ষে জয়লাভ করেছে। আরেক ম্যাচে ওসাসুনা ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent