লিস্টারের কাছে হারলো ম্যানইউ, বড় জয় পেল লিভারপুল

দীর্ঘ ৩০ ম্যাচ পর অ্যাওয়ে ম্যাচে পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিস্টার সিটির কাছে হেরেছে ৪-২ গোলে। আরেক ম্যাচে লিভারপুল ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ওয়াটফোর্ডকে। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কস্টার্জিত জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে বার্নলিকে।

কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ম্যাসন গ্রীনউডের গোলে প্রথমেই এগিয়ে যায় সফরকারী ইউনাইটেড। কিন্তু ইউরি টিলেম্যানসের গোলে অল্প সময়ের মধ্যেই সমতায় ফিরতে বাধ্য হয় দলটি। ম্যাচের শেষ ১২ মিনিটের ঝড়ে সবকিছু এলোমোলো হয়ে যায়। ওই সময়ের মধ্যে দুই পক্ষে আরো চারটি গোল হয়েছে। যার মধ্যে তিনটিই স্বাগতিক লিস্টারের ঝুলিতে জমা পড়েছে। আর ইউনাইটেডের সংগ্রহশালায় জমা পড়ে মাত্র একটি গোলে। ৪-২ গোলের পরাজয় বরণ করতে হয় সুলশারের দলকে। ২০২০ সালের জানুয়ারির পর এটিই তাদের প্রথম অ্যাওয়ে হার।

ম্যাচের ৭৮ মিনিটে ক্যাগলার সোয়ানকুর গোলে এগিয়ে যায় লিস্টার। ৮২ মিনিটে সেটি পরিশোধ করে দেন মারকাস রাসফোর্ড। কাঁধের ইনজুরি থেকে সুস্থ হবার পর এটি ছিল তার প্রথম ম্যাচ। তবে পরের মিনিটেই জেমি ভার্ডির সরাসরি শটের গোলে ফের লিড পায় স্বাগতিক লিস্টার। শেষ মিনিটে প্যাটসন ডাকার গোলে আরো বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রেন্ডন রজার্সের দলের। লিস্টারের হয়ে এটি ছিল ডাকার প্রথম গোল।

এদিকে ২০১৮ সালের প্রর প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রবার্তো ফিরমিনো। ভিকারাজ রোডের ম্যাচে এতেই উড়ে গেছে ক্লদিও রানিয়েরির শিষ্যরা। ওয়াটফোর্ডের কোচ হিসেবে এটি ছিল তার প্রথম ম্যাচ। খেলায় বাকী গোল করেছেন মোহাম্মদ সালাহ। আর ওই গোলের সুবাদে এই মৌসুমে তার সংগ্রহশালায় যোগ হয়েছে মোট ১০ গোল।

খেলা শেষে লিভারপুলের কোচ জার্গেন ক্লপ বলেন, ‘এই মুহূর্তে এটি স্পষ্ট হয়েছে, তার (সালাহ) চেয়ে সেরা কেউ নেই।’ সাদিও মানের রক্ষণ চেরা পাস থেকে প্রিমিয়ার লিগে নিজের শততম গোলটি করেন মিশরীয় এ তারকা।

এর আগে জেমস মিলনারের ক্রস থেকে ৩৭ মিনিটে লিভারপুলের হয়ে গোলের সূচনা করেন ফিরমিনো। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২ মিনিট পর সালাহ গোল করে লিভারপুলকে নিরাপদ দূরত্বে পৌঁছে দেয়ার পর ম্যাচের শেষ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফিরমিনো।

ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। বার্নলির বিপক্ষে পেপ গার্দিওলার দলের হয়ে দুই অর্ধে দুই গোল করেছেন বার্নার্ডো সিলভা ও কেভিন ডি ব্রুইনে।

শনিবার প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে টেবিল টপার চেলসিকে পয়েন্ট খোয়ানো থেকে বাঁচিয়েছেন বেন চিলওয়েল। নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে এর আগে ও পরে চেলসির হয়ে বেশ কয়েকটি আক্রমণ দারুণ ভাবে রুখে দিয়েছেন গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি। প্রথমার্ধের বিরতিতে যাবার আগমুহূর্তে চেলসির হয়ে একমাত্র গোলটি করেছেন চিলওয়েল। শেষ মিনিটে ইউরোপীয় চ্যাম্পিয়নদের আরো একবার গোল হজম থেকে রক্ষা করেন সেগোলের ওই গোলরক্ষক।

খেলা শেষে চেলসির কোচ থমাস টাচেল বলেন, ‘প্রথম ৭০ মিনিট আমরা ছিলাম খুবই শক্তিশালী। আর শেষ ২০ মিনিট আমাদের সহায়তা করেছে ভাগ্যদেবী। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আমাদেরকে মাঠ ছড়াতে সহায়তার জন্য এডুয়ার্ডকে ধন্যবাদ।’

এদিকে পিছিয়ে পড়ার পরও দারুলভাবে লড়াইয়ে ফিরে এস্টনভিরার বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে উলভস। এছাড়া লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে সাউদাম্পটন। আরমান্দো ব্রোজার একমাত্র গোলে তারা লিডসকে হারিয়েছে ১-০ ব্যবধানে। ব্রাইটনের সঙ্গে গোল শূন্য ড্র করে লিগে এখনো জয়হীন রয়েছে নরউইচ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent