ইতালির অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলো স্পেন

আন্তর্জাতিক ফুটবলে ইতালির টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে দিয়েছে স্পেন। বুধবার নেশন্স লিগের সেমিফাইনালে স্বাগতিক দলটিকে ২-১ গোলে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিখের দল।

সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে স্প্যানিশদের এগিয়ে দেন ফেরান তোরেস। শেষ বাঁশি বাজার মাত্র সাত মিনিট আগে ইতালির হয়ে একটি গোল পরিশোধ করেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
আসরের ফাইনালে রোববার ফ্রান্স অথবা বেলজিয়ামের মোকাবেলা করবে স্পেন।

২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এই স্পেনকেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ইতালি। যদিও তারা এক অর্ধেরও বেশি সময় ধরে খেলেছে ১০ জনের দল নিয়ে। কারণ ৪২ মিনিটে সার্জিও বাসকুয়েটস এর মুখে কুনুই দিয়ে বিপজ্জনকভাবে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে লিওনার্দো বনুচ্চিকে।

ম্যাচের ১৭ মিনিটেই গোল করে স্পেনকে এগিয়ে দেন তোরেস। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মি.) ফের গোল করে সফরকারীদের দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন তিনি। ম্যাচের ৮৩ মিনিটে ইতালির হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন পেলেগ্রিনি।

আজ জুভেন্টাসের মাঠ আলিয়াঞ্জ এরেনায় আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম। আগামী রোববার সানসিরোতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent