মুখোমুখি কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোর ইতালি

গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। অবশেষে এলো চূড়ান্ত ঘোষণা। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২০ ইউরোর শিরোপাধারী ইতালি।

মঙ্গলবার পৃথক পৃথক বিবৃতিতে ম্যাচ আয়োজনের কথা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

আগামী বছর জুনে আন্তর্জাতিক বিরতির সময় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার এই লড়াইটি। তবে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। প্রতিযোগিতার কোনো আনুষ্ঠানিক নামও দেওয়া হয়নি এখনও। তবে সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফাইনালিসিমা’ নামে পরিচিত হতে পারে এই দ্বৈরথ।

উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘দুটি সংস্থার (উয়েফা ও কনমেবল) মধ্যে সম্পাদিত বর্তমান চুক্তি অনুসারে সংশ্লিষ্ট মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচের তিনটি সংস্করণ অনুষ্ঠিত হবে।’ অর্থাৎ কোপা ও ইউরোর পরের দুই আসরের চ্যাম্পিয়নরাও পরস্পরের মুখোমুখি হবে।

উয়েফা ও কনমেবলের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। চুক্তিতে নারী ফুটবল, ফুটসাল, যুব ফুটবল, রেফারি বিনিময় ও প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রকল্পের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent