জর্ডানের কাছে ৫ গোলে হেরে শুরু সাবিনাদের

জর্ডানের কাছে হার অনুমেয়ই ছিল। দেখার ছিল শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটিকে কয় গোলে আটকে রাখতে পারেন সাবিনারা।

না, কম গোলে প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। উজবেকিস্তানে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছে জর্ডানের কাছে।

ধারে-ভারে সবদিকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে জর্ডান। যেমন পুরুষ ফুটবলে, তেমন নারীদেরও। মাঠেও সেই শক্তিমত্তার পরিচয় দিয়ে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে জর্ডানের মেয়েরা।

Jagonews

৫ গোলের তিনটিই করেছেন জর্ডানের অধিনায়ক মায়সা। প্রথমার্ধে জর্ডান এগিয়েছিল ২-০ গোলে। ৩৫ মিনিট পর্যন্ত জর্ডানকে আটকে রেখেছিল গোলাম রব্বানী ছোটনের দল।

প্রথমার্ধের শেষ ১০ মিনিটে ব্যবধান ২-০ করে দ্বিতীয়ার্ধে সাবিনাদের জালে আরও ৩ গোল দিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এ ম্যাচের আগের সন্ধ্যায় সাবিনাদের জন্য অনুপ্রেরণামূলক পুরস্কার ঘোষণা করেছিলেন বাফুফের সদস্য ও মহিলা কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। জিতলে ৩ হাজার ডলার, ড্র করলে ১ হাজার ডলার। কিন্তু বাংলাদেশ ড্র করা তো দুরের কথা বড় ব্যবধানে হার দিয়েই শুরু করল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মিশন।

বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent