শীর্ষে উঠে এলো ইন্টার মিলান

সপ্তাহের মধ্যভাগে চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে উঠেছে ইন্টার মিলান। ঘুরে দাঁড়ানো ক্লাবটি সিরি এ লিগের ম্যাচে বোলনিয়াকে ৬-১ গোলে পরাজিত করে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে এক গোলে পরাজিত হয়েছিল সিমোনে ইনজাগির শিষ্যরা। তবে সানসিরোতে লিগ ম্যাচে এবার আর কোন ভুল করেনি তারা। বড় জয়ে ইন্টারের হয়ে এডিন জেকোর জোড়া গোলের পাশাপশি লক্ষ্য ভেদ করেছেন লটারো মার্টিনেজ, মিলান স্ক্রিনিয়ার, নিকোলো বারেলা ও ম্যাতিয়াস ভেসিনো। এই জয়ে রোমা, এসি মিলান, নাপোলি ও ফিরেন্টিনার চেয়ে এক পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বোলনিয়ার হয়ে ম্যাচের শেষ দিকে একটি গোল পরিশোধ করেছেন আর্থার থেতে। প্রথম এই পরাজয়ের পর পয়েন্ট তালিকার অস্টম অবস্থানে রয়েছে বোলনিয়া। খেলা শেষে ইনজাগি বলেন, ‘মাদ্রিদের বিপক্ষে ম্যাচটির পর এই ম্যাচ নিয়ে আমি খুবই শঙ্কায় ছিলাম। ভয় থাকলেও এটি ঠিক যে, আমরা আরো বড় জয়ের দাবীদার ছিলাম। অবশ্য নিজেদের সর্বাত্মক প্রচেস্টার লক্ষ্য নিয়েই ছেলেরা এই ম্যাচে খেলতে নেমেছিল।’

প্রথম ম্যাচেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ডেনজেল ডামফ্রাইজ। প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমানো আচরাফ হাকিমির পরিবর্তিত হিসেবে গত মাসে পিএসভি আইন্দোভেন থেকে ইন্টারে যোগ দিয়েছেন ডেনজেল। ওই ঘটনায় মারমুখি হয়ে উঠা ইন্টার সমর্থকরা মিলানের চমৎকার ওই বিকেলটি দেখে দারুণ উদ্বেলিত।

ইউরো ২০২০ আসরে দুই গোল করে সবার দৃষ্টি আকৃষ্ট করা ডাচ তারকা ডামফ্রেইজ বলেন,‘ আমি খুবই আনন্দিত। মনে হয় আমাদের জন্য এটি একটি ভাল ম্যাচ ছিল। রিয়াল মাদ্রিদের কাছে হারের পর আমাদের ঘুরে দাঁড়ানোর প্রয়োজন ছিল। আর দল হিসেবে আমরা সেটি বেশ ভাল ভাবেই করেছি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent