ঘরের মাঠে বায়ার্নের কাছে বিধ্বস্ত মেসিহীন বার্সেলোনা

ঘরের মাঠে নিতান্ত রংচটা মেসিহীন বার্সেলোনা। মেসি পরবর্তী অধ্যায়ে চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই লজ্জার হার স্প্যানিশ জায়ান্টদের। যদিও প্রতিপক্ষ বায়ার্নের কাছে ৮-২ গোলে নয়, এবার হেরেছে তারা আরও কম ব্যবধানে। ৩-০ গোলে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-‘ই’র প্রথম ম্যাচে নিজেদের ঘরে বায়ার্ন মিউনিখের কাছে বাজেভাবে হার বার্সার। ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবকে ৩-০ গোলে বিধ্বস্ত করলো বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। জোড়া গোল করে বায়ার্নের জয়ের নায়ক হলেন রবার্ট লেওয়ানডস্কি। অপর গোলটি করেন থমাস মুলার।

দুই অভিজ্ঞ তারকার কাঁধে ভর করে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগে একটানা সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আরও একটু বাড়িয়ে নিল। এই নিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগের টানা ১৯টি ম্যাচে অপরাজিত থাকল।

ম্যাচের ৩৪ মিনিটের মাথায় লেরয় সেনের পাশ থেকে গোল করে বায়ার্ন মিউনিখকে ১-০ এগিয়ে দেন মুলার। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ৪৯তম গোল। তিনি টপকে গেলেন শেভচেঙ্কো ও ইব্রাহিমোভিচের চ্যাম্পিয়ন্স লিগে ৪৮টি করে গোল করার করার রেকর্ড।

৫৬ ও ৮৫ মিনিটে বার্সার জালে দু’বার বল জড়ান লেওয়ানডস্কি। জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা দাঁড়ায় ৭৫টি। মোট ৯৭টি ম্যাচে ৭৫টি গোল করেন তিনি। তার চেয়ে কম ৯২ ম্যাচে ৭৫টি গোলের নজির রয়েছে মেসির। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে ৭৫টি গোল করেছেন ১১১ ম্যাচ খেলে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent