৩৮ বছরেই চলে গেলেন কোচ সোহাগ


এ বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। সেই চ্যাম্পিয়ন দলের সহকারী কোচ আজিজুর রহমান সোহাগ রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোহাগের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সকালে অনুশীলন শেষে বাসায় ফেরার পর অসুস্থবোধ করেন সোহাগ। তখন তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার একটি হাসপাতালে। সেখানেই মারা যান তরুণ এই কোচ।

খেলোয়াড়ি জীবনে জাতীয় অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন। ক্লাব পর্যায়ে খেলেছেন ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল, ভিক্টোরিয়া স্পোর্টং ক্লাব ও বারিধারায়।

তিনি এএফসি ‘সি’ লাইসেন্সধারী কোচ ছিলেন। সোহাগের অকাল মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent