ঢাকায় আসছেন সেহরান প্যারিস ফিরে যাচ্ছেন তাহমিদ


সরাসরি জাতীয় দলে ডাক পাওয়া দুই প্রবাসী ফুটবলারের এখন পথ আলাদা। কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান সেহরান দলের সঙ্গে কিরগিজস্তান থেকে ঢাকায় ফিরছেন। আর ফ্রান্স প্রবাসী নায়েব মো. তাহমিদ ইসলামের গন্তব্য প্যারিস।

১৮ বছরের তাহমিদ পুরোপুরি ফিট নয় বলে বৃহস্পতিবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচে তার নাম খেলোয়াড় তালিকায়ই রাখেননি কোচ জেমি ডে। এ যাত্রা লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়ার স্বপ্নভঙ্গ হলো তাহমিদের।

তবে পরপর দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কানাডা প্রবাসী রাহবার ওয়হেদ খান সেরহান। ফিলিস্তিনের বিপক্ষে বদলি হিসেবে শেষদিকে নামিয়েছিলেন কোচ।

দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে জেমি তাকে বিবেচনা করেছিলেন একাদশে। বৃহস্পতিবার রাতে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচেও একাদশে কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার।

শুক্রবার সকালেই বাংলাদেশ দল কিরগিজস্তান ছাড়ছে। ভোর ৫টার দিকে পুরো দল যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, তখন ফ্রান্স প্রবাসী তাহমিদ অপেক্ষায় থাকবেন প্যারিসের ফ্লাইট ধরার। জামাল ভূঁইয়ারা তাকে বিমানবন্দরে রেখেই উড়াল দেবেন ঢাকার পথে।

আগামী মাসে মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পেও দেখা যাবে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান সেহরানকে। যে কারণে তাকে দলের সঙ্গে ঢাকায় নিয়ে আসছেন কোচ। ১৯ বা ২০ সেপ্টেম্বর শুরু হবে জামালদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent